July 30, 2025, 5:58 pm

তিশার বিরুদ্ধে আইনি নোটিশ

Reporter Name 177 View
Update : Tuesday, October 13, 2020

বিনোদন ডেস্ক:
অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার বিরুদ্ধে সাম্প্রদায়িকতা উসকে দেয়া ও ধর্মান্তরকরণের অভিযোগ এসে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সোমবার (১২ অক্টোবর) অভিযোগকারী লিটন কৃষ্ণ দাসের পক্ষে আইনজীবী সুমন কুমার রায় এ নোটিশ পাঠিয়েছেন।

নোটিশে বলা হয়েছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ‘বিজয়া’ নামে একটি নাটক নির্মিত হয়েছে বলে বিভিন্ন মিডিয়া ও পত্র-পত্রিকার মাধ্যমে আমার মক্কেল জানতে পারে। নাটকটিতে সনাতন ধর্মাবলম্বী নারীদের চরিত্র হনন ও সনাতন পুরুষদের মদ্যপ, নিষ্ঠুর আচরণকারী, অক্ষম ও উদাসীন হিসেবে তুলে ধরা হয়েছে। এছাড়া পরকীয়া ও ধর্মান্তরকে পরিকল্পিতভাবে উৎসাহিত করা হয়েছে।

সনাতন সম্প্রদায়ের ভাবাবেগ ও সনাতন ধর্মানুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে‘বিজয়া’ নাটকটি নোটিশ প্রাপ্তির ৭ দিনের মধ্যে প্রত্যাহার করতে অভিযুক্তদের প্রতি বিনীত অনুরোধ করা হলো। অন্যথায় তাদের বিরুদ্ধে দেশে প্রচলিত যেকোনো দেওয়ানি ও ফৌজদারি আদালতের আশ্রয় নেওয়া হবে বলে জানানো হয়।

বিজয়া নাটকটিতে জুঁটি বেঁধে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও তিশা। পরিচালক আবু হায়াত মাহমুদ নাটকটি নির্মাণ করেছেন। আর নাটকটি রচনা করেন সালেহ উদ্দীন সোয়েব চৌধুরী। এদের সবাইকে আইনি নোটিশ পাঠিয়েন আইনজীবী সুমন কুমার রায়।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর