August 31, 2025, 6:18 am

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধিতে গণসমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট: 144 View
Update : Thursday, October 15, 2020

চাল, ডাল, আলু, ভোজ্য তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গণসমাবেশ কর্মসূচি পালন করেছে গণতান্ত্রিক বাম ঐক্য নামক একটি সংগঠন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন সংগঠনটি।

সমাবেশে বক্তারা বলেন, মজুতদার ও সিন্ডিকেটের দৌরাত্মে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মধ্যে মোটা চাল, ডাল, ভোজ্য তেল, পেঁয়াজ, চিনি ও সবজি বাজারে চরম মুনাফাবাজি চলছে। ফলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, খেটে খাওয়া মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছে। সরকার কর্তৃক আলুর দাম বেঁধে দেওয়ার পরও আলুর দামে লাগাম টানা যায়নি। একদিকে করোনা মহামারিতে জনগণ আর্থিক সংকটে রয়েছে। অপরদিকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে জনগণের নাভিশ্বাস উঠেছে।

তারা সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকারের প্রতি আহ্বান জানাই অনতিবিলম্বে কালোবাজিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুন। জনগণের পাশে দাঁড়ান। অন্যথায় জনগণ রাজপথে নামতে বাধ্য হবে।

সংগঠনের সমন্বয়ক ও সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড সামছুল আলমের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন কৃষক মোর্চার আহ্বায়ক মোহাম্মদ মাসুম, সমাজতান্ত্রিক মজদুর পার্টির কেন্দ্রীয় সদস্য সিরাজুল ইসলাম ও কৃষক নেতা বিধান দাস প্রমুখ।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর