August 2, 2025, 8:56 pm

কলকাতাকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ওয়ার্নার

Reporter Name 147 View
Update : Sunday, October 18, 2020

আইপিএলের আজকের ম্যাচে মুখোমুখি হায়দারাবাদ ও কলকাতা। টস জিতে কেকেআরকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন হায়দারাবাদ অধিনায়ক ডেভিড ওর্য়ানার।

দুই দলের জন্যই আজকের ম্যাচটি গুরুত্বপূর্ণ। এবারের আইপিএলের পয়েন্ট তালিকায় ৫ নম্বরে কলকাতা নাইট রাউডার্স। ৮ ম্যাচে ৪ জয় ও সমান সংখ্যক ম্যাচে হারে তাদের পয়েন্ট ৮। হায়দারাবাদ আছে পয়েন্ট টেবিলের ৬ নম্বরে। সমান সংখ্যক ম্যাচে তাদের জয় তিন ও হার পাঁচটিতে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর