করোনায় আক্রান্ত ইমরান খানের বিশেষ সহকারী

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিশেষ সহকারী সানিয়া নিশতার। করোনা আক্রান্ত হওয়ার পর থেকে আইসোলেশনে আছেন তিনি। বাসা থেকেই চিকিৎসা নিচ্চেন। এক টুইটবার্তায় এ খবর নিজেই জানিয়েছেন সানিয়া।
সানিয়া টুইটারে লেখেন– আমি করোনার মৃদু উপসর্গে ভুগছি। আমার কোভিড-১৯ টেস্টের ফল পজিটিভ এসেছে। বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছি। সেই সঙ্গে বাসায় থেকেই দায়িত্ব পালন করে যাচ্ছি।
সানিয়া দারিদ্র্য বিমোচন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সহযোগীর দায়িত্ব পালন করে আসছেন। তবে তিনি করোনা আক্রান্ত হওয়ার আগে ও পরে ইমরান খানের সংস্পর্শে এসেছিলেন কিনা এ ব্যাপারে কিছু জানা যায়নি।
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর