August 3, 2025, 9:21 pm

বিয়েবাড়ীর ওভিসিতে মৌটুসী বিশ্বাস

নিউজ ডেস্ক 176 View
Update : Saturday, October 24, 2020

বিয়েবাড়ীর আমেজ ও আদলে তৈরি হওয়া রেস্তোরাঁ, তার নামও আবার বিয়েবাড়ী। একটি বিশেষ ক্যাম্পেইন উদ্দেশ্য করে প্রাণঘাতী করোনাভাইরাসের আগেই ঢাকার বিভিন্ন লোকেশনে শুট করা হয় ওভিসিটি। অভিনেত্রী মৌটুসী বিশ্বাস ছাড়াও এতে রয়েছেন আনফ অনিক ও শিশু শিল্পী ইয়াসরিফ হাবীব।

পৃথিবীজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের লকডাউনে ক্যাম্পেই পিছিয়ে গেলেও তা চলতি সপ্তাহে আলোর মুখ দেখবে।

বিয়েবাড়ীর আতিয়া রহমান পুষ্প বলেন, আমরা ঢাকার প্রথম রেস্তোরাঁ যারা সকল কিছু চিন্তা করে প্রাণঘাতী করোনাভাইরাস মাথায় রেখে প্রথম বন্ধ ঘোষণা করেছিলাম, তারপর শুরু হলো লকডাউন, যে কারণে আমাদের বিশেষ ক্যাম্পেইন ‘হয় যদি রোজ বিয়ে বাড়ীর ভোজ’ পিছিয়ে যায়।

মৌটুসী, অনিক এবং ইয়াসরিফকে নিয়ে আমাদের প্রথম ডিজিটাল ক্যাম্পেইল লাউঞ্চ হতে যাচ্ছে। মনে মনে যে একটা উচ্ছ্বাস কাজ করছে সে কথা অস্বীকার করার উপায় নেই।

ওভিসিটির নির্মাণ ও তত্ত্বাবধান দায়িত্বে ছিলো ডিজিটাল মার্কেটিং এজেন্সি ও প্রডাকশন ‘এ্যাডিশন’।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর