September 13, 2025, 11:35 pm

নড়াইলে প্রতিবাদ সভা ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত

স্টার করেসপন্ডেন্ট- 138 View
Update : Thursday, November 5, 2020

নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু’র বিরূদ্ধে অপপ্রচার ও মানববন্ধন করায় প্রতিবাদ সভা ও মোটরসাইকেল শোভাযাত্রা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয় চত্বরে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগ নেতা হাফিজ খান মিলন, দেবাশীষ কুন্ডু মিটুল, নড়াইল পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মেশকাতুল ওয়ায়েজীন লিটু, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আলমগীর হোসেন আলম, বিছালী ইউপি’র সাবেক চেয়ারম্যান ইমারুল গাজী, সিঙ্গাশোলপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান খায়ের, তুলারামপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান টিপু সুলতান, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক গাউছুল আজম মাসুম, সোহেল রানা, খুরশীদ প্রমুখ।
বক্তারা বলেন রাজনৈতীক প্রতিহিংসা পরায়ন হয়ে একটি কুচক্রী মহল জনপ্রিয় নেতা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলুর বিরূদ্ধে মিথ্যা বানোয়াট কুৎসা রটনা করে চলেছে। তারা নিজেদের অপকর্ম ঢাকতে দল ও দলীয় নেতার ভাবমূর্তি ক্ষুন্ন করছে। তাদের এসব কুকর্মের বিষয় দলীয় হাইকমান্ডকে জানানো হবে। প্রতিবাদ সভা শেষে কয়েক হাজার মোটর সাইকেলে শহরে বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় অংশগ্রহনকারিরা নিজাম উদ্দিন খান নিলু’র পক্ষে বিভিন্ন শ্লোগান দিয়ে শহর প্রকম্পিত করে তোলে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর