December 17, 2025, 9:55 am

ইসিবি চত্বরে ট্রাক খাদে পড়ে ড্রাইভার ও হেলপারসহ আহত তিন

রাসেল খান, 338 View
Update : Friday, December 4, 2020

রাজধানীর মাটিকাটা এলাকার ইসিবি চত্বরে একটি ট্রাক খাদে পড়ে ড্রাইভার ও হেলপারসহ তিনজন আহত হয়েছেন।
শুক্রবার ভোর সাড়ে ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। কুর্মিটোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, আহত ট্রাক চালকের নাম মো. সুমন (৩২)। তার বাড়ি চাদপুর জেলার হাজীগঞ্জ থানার শ্রীপুরে। হেলপার কাদিরের (২১) বাড়ি একই উপজেলার রাজার গাঁও গ্রামে। অপর এক ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

মো. সফিকুল ইসলাম আরো জানান, চাঁদপুর থেকে একটি ট্রাক বাড়ির মালামাল নিয়ে মিরপুরের কালশি যাওয়ার পথে মাটিকাটা ইসিবি চত্বরের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ড্রাইভার ও হেলপার সহ ৩ জন আটকা পড়ে। পরে কুর্মিটোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি চৌকস দল অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাদের উদ্ধার করে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর