August 3, 2025, 9:37 pm

ইমরান-সানির রয়েছে ২০ বছরের ছেলে!

বিনোদন ডেস্ক: 272 View
Update : Thursday, December 10, 2020

বিনোদন ডেস্ক:
সাত পাকে বাধা পড়েননি কোনওদিন! অথচ ২০ বছরের ছেলের বাবা- মা হলেন ইমরান হাশমি ও সানি লিওন। ইমরান ও সানির ২০ বছর বয়েসি ওই ছেলে বর্তমানে ভারতের মুজাফফর নগরের ‘বাবাসাহেব ভীমরাও আম্বেদকর বিহার বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ওই যুবকের নাম নাম কুন্দন কুমার। তিনি ডিগ্রি কলেজের বিএ (ব্যাচেলর অব আর্টস) শিক্ষার্থী।

সম্প্রতি তার দ্বিতীয় বর্ষের একটি পরীক্ষার প্রবেশপত্রে বাবার নামের স্থানে ইমরান হাশমি ও মায়ের নামের জায়গায় সানি লিওনের নাম লেখেন কুন্দন। এই প্রবেশপত্রের একটি স্ক্রিনসট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। পরবর্তী সময়ে বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আসে। এমন ঘটনায় হতবাক তারা।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রাম কৃষ্ণ ঠাকুর বলেন, ‘আমরা বিষয়টি তদন্ত করার নির্দেশ দিয়েছি। এটি অবশ্যই দুষ্টামি করে করা হয়েছে এবং সেই শিক্ষার্থী এজন্য দায়ী। তদন্ত প্রতিবেদনের পর এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে এই খবরের একটি লিংক মাইক্রোব্লগিং সাইট টুইটারে শেয়ার করে ইমরান হাশমি লিখেছেন, ‘আমি প্রতিজ্ঞা করে বলছি সে আমার ছেলে না।’

যদিও তারকাদের নিয়ে এমন কাণ্ড নতুন নয়। এর আগে ভর্তি পরীক্ষার মেধা তালিকায় শীর্ষস্থানে সানি লিওনসহ অনেক তারকার নাম দেখা গেছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর