August 3, 2025, 3:46 am

হেফাজতে ইসলামের মহাসচিব কাসেমী আইসিইউতে

ডেস্ক রিপোর্ট | 310 View
Update : Friday, December 11, 2020

হেফাজতে ইসলামের মহাসচিব নূর হোসাইন কাসেমীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে নেওয়া হয়েছে। তিনি ঠাণ্ডা ও শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। হেফাজতে ইসলামের সহ-সাংগঠনিক সম্পাদক আতাউল্লাহ আমিন বিষয়টি নিশ্চিত করেন।

আতাউল্লাহ আমিন ১১ ডিসেম্বর, শুক্রবার গণমাধ্যমে বলেন, ‘শ্বাসকষ্ট হওয়ায় ১ ডিসেম্বর তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। ১০ ডিসেম্বর, বৃহস্পতিবার রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। তার করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ ফল এসেছে।

হেফাজত ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী ঢাকা জামিয়া মাদানীয়া বারিধারার প্রতিষ্ঠাতা-পরিচালক নূর হোসাইন কাসেমীর সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

হেফাজতে ইসলাম প্রতিষ্ঠার পর থেকে নূর হোসাইন কাসেমী সংগঠনটির ঢাকা মহানগর সভাপতির দায়িত্ব পালন করছিলেন। গত ১৫ নভেম্বর গঠিত হেফাজতের নতুন কমিটি কমিটিতে তাকে মহাসচিব নির্বাচিত করা হয়।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর