November 17, 2025, 6:25 pm

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

Reporter Name 186 View
Update : Thursday, September 20, 2018

নিউজ ডেস্ক,বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর ২০১৮: কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় কাভার্ড ভ্যান চালকসহ দুইজন নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার বুড়িচং উপজেলার কোরপাই ও কালাকচুয়া থেকে পুলিশ লাশ দুটি উদ্ধার করে।

ময়নামতি হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান জানান, সকাল সাড়ে ৭টায় চট্টগ্রামগামী মুরগী বহনকারী একটি মিনি কাভার্ডভ্যান কোরপাই এলাকায় এসে আরেকটি দাঁড়ানো ট্রাককে সামনে থেকে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানটির সামনের অংশ ধুমড়ে মুচড়ে যায়। এঘটনায় কাভার্ড ভ্যানের চালক ঘটনাস্থলেই নিহত হয়। নিহত আবু সেলিম শেরপুর জেলার ভারেরা গ্রামের অজিউদ্দিনের ছেলে।

এদিকে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে মহাসড়কের বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় রাস্তার পাশে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা রাতের কোন সময়ে গাড়ির ধাক্কায় ওই ব্যক্তি নিহত হন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর