রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ৪৩

রাজধানীতে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৪৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ। গ্রেফতাররা প্রত্যেকে মাদক বিক্রি ও সেবনের দায়ে অভিযুক্ত। ১০ ডিসেম্বর, বৃহস্পতিবার রাত ১২টা থেকে ১১ ডিসেম্বর, শুক্রবার রাত ১২টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ।
অভিযানকালে দুই হাজার ৪৮ পিস ইয়াবা, ২৬০ গ্রাম হেরোইন, ৭০০ গ্রাম ১৫ পুরিয়া গাঁজা, চার ক্যান বিয়ার ও সাত বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা দায়ের করা হয়েছে।
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর