August 5, 2025, 10:48 am

উত্তরায় এক হাজার পিস ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট: 164 View
Update : Sunday, December 13, 2020

স্টাফ করেসপন্ডেন্ট:
রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুর এলাকায় অভিযান চালিয়ে এক হাজার ৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা পূর্ব থানা।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম- মো. বশির (৩০)। শনিবার (১২ ডিসেম্বর) রাতে আব্দুল্লাহপুরস্থ মমতাজ উদ্দিন বিজনেস ম্যানেজমেন্ট কলেজের সামনে আকস্মিক চেকপোষ্ট বসানো হয়। সেখান থেকেই ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।

রবিবার (১৩ ডিসেম্বর) থানা সূত্রে জানা যায়, আকস্মিক বসানো চেকপোষ্টে বশিরকে সন্দেহ হলে তাকে তল্লাশী করা হয়। তল্লাশীকালে তার পরিহিত জ্যাকেট থেকে ১০৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গাজীপুর বোর্ডবাজার হতে ইয়াবা ক্রয় করে রাজধানীর গুলিস্তান এলাকার জনৈকা মাদক ব্যবসায়ীর কাছে বিক্রি করে।

এ সংক্রান্তে উত্তরা পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর