July 31, 2025, 1:27 am

রাজধানীর দক্ষিণখানে ৭৫ কোটি টাকা মূল্যের সাপের বিষ জব্দ, আটক ৬

স্টাফ করেসপন্ডেন্ট: 156 View
Update : Friday, December 25, 2020

রাজধানীর দক্ষিণখানে ৭৫ কোটি টাকা মূল্যের সাপের বিষ জব্দ করা হয়েছে। এ ঘটনায় আন্তর্জাতিক সাপের বিষ চোরাচালান চক্রের ৬ সদস্যকে আটক করে র‍্যাব-২। তারা হলেন মাসুদ রানা (২৪), ছফির উদ্দিন শানু (৫০), তমজিদুল ইসলাম ওরফে মনির (৩৪), আলমগীর হোসেন (২৬), ফিরোজা বেগম (৫৭) ও আসমা বেগম (৪২)।
র‍্যাব-২-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) আবদুল্লাহ আল মামুন শুক্রবার সকালে জানান, দক্ষিণখান থানার ৫০ নম্বর ওয়ার্ডের গুলবার সরণি এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকেলে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মেইড ইন ফ্রান্স লেখা সাপের বিষের ৬টি জার, একটি ডিভিডি, একটি ক্যাটালগ বই, পাঁচটি মোবাইল ফোন ও একটি ব্যাগ জব্দ করা হয়েছে।

আবদুল্লাহ আল মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, ওই এলাকায় কয়েকজন আন্তর্জাতিক চোরাচালান চক্রের সদস্য বিপুল পরিমাণ সাপের বিষ নিয়ে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরবর্তী সময়ে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে সাপের বিষ জব্দ করা হয়।

আবদুল্লাহ আল মামুন আরো জানান, জব্দকৃত সাপের বিষ কাচের জারে মধ্যে পাওয়া যায়। এসব জারের প্রতিটির ওজন ৯ কেজির মতো। জব্দ করা সাপের বিষগুলোর আনুমানিক বাজারমূল্য ৭৫ কোটি টাকা। এ ছাড়া তাদের সঙ্গে থাকা সাপের বিষসংক্রান্ত সিডি এবং সাপের বিষের ম্যানুয়াল বই উদ্ধার করা হয়।

আটককৃতদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এএসপি মামুন বলেন, সাপের বিষের ব্যাপক চাহিদা থাকায় মুনাফার লোভে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সাপের বিষ সংগ্রহ করে চোরাচালান করে আসছে একটি গোষ্ঠী। আটককৃতরা সংঘবদ্ধ আন্তর্জাতিক সাপের বিষ চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে র‍্যাব।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর