September 13, 2025, 11:21 pm

নাটোরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে একজনের মৃত্যু

নাটোর সংবাদদাতা: 140 View
Update : Friday, December 25, 2020

নাটোরের গুরুদাসপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আয়নাল হক (৩৫) নামে একজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার দুধগাড়ী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আয়নাল হক উপজেলার বৃন্দাবনপুর গ্রামের মৃত কোরবান আলীর ছেলে। তিনি নাজিরপুর ভূমি অফিসের পিয়ন ছিলেন।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, শুক্রবার বিকেলে আয়নাল হক গুরুদাসপুরের নাজিরপুর থেকে মোটর সাইকেলযোগে তার বাড়ি বৃন্দাবনপুর গ্রামে ফিরছিলেন। পথে দুধ গাড়ি গ্রামে পৌছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটর সাইকেলের সাথে তার মোটর সাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আয়নাল হক মোটর সাইকেলসহ সড়কে পড়ে গুরুতর আহত হয়।

এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেবার পথে আয়নাল হকের মৃত্যু হয়। অপর মোটর সাইকেল আরোহীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এ বিষয়ে এখনো কেউ থানায় অভিযোগ দেয়নি বলেও জানান তিনি।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর