August 5, 2025, 3:38 pm

রাজধানীতে ২৯ জুয়াড়ি আটক

নিউজ ডেস্ক- 128 View
Update : Tuesday, December 29, 2020

ঢাকার যাত্রাবাড়ী, কামরাঙ্গীরচর ও দক্ষিণ কেরাণীগঞ্জের বিভিন্ন জুয়ার আসরে হানা দিয়ে জুয়া খেলারত অবস্থায় ২৯ জন জুয়াড়িকে আটক করেছে র‍্যাব-১০। তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদি জব্দ করা হয়।

র‍্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবীর সৌয়েব সোমবার (২৮ ডিসেম্বর) রাতে জানান, যাত্রাবাড়ী থানার ৪৩/ডি দক্ষিণ সায়দাবাদ এলাকায় রোববার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে ১৪ জন জুয়াড়িকে আটক করা হয়। তারা হলেন, আবু বক্কর সিদ্দিক (২৬), মো. রাশেদুল ইসলাম (২৬), মো. আবু সাঈদ মণ্ডল (৪০), মো. আব্দুল হালিম (৫০), মো. কাঞ্চন মিয়া (৪০), মো. হযরত আলী (৫০), মো. হালিম সরকার (৪৫), মো. শাহ আলম (৩৫), মো. হাবিবুর রহমান (৩৭), মো. ইলিয়াস হোসেন (৩৫), মো. মনিরুল ইসলাম (৩৫), মো. মোক্তার আলী (৪০), মো. হোসেন আলী (২৮) এবং মো. নাজিম উদ্দিন (৪৫)। তাদের কাছ থেকে আটটি মোবাইল ফোন, খোলা অবস্থায় ২৫০ পিস জুয়া খেলার কার্ড ও নগদ ৮০০ টাকা জব্দ করা হয়।

কামরাঙ্গীরচর থানার রুপনগর এলাকায় রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সাতজন জুয়াড়িকে আটক করা হয়। তারা হলেন, মো. আরশাদুল (৩৮), মো. রুবেল (৩৪), মো. খোকন (৪০), মো. জাহাঙ্গীর আলম (৩৮), মো. সোহেল (২৪), মো. বাবুল (৪৫) এবং মো. ইউসুফ (২৮)। তাদের কাছ থেকে সাতটি মোবাইল ফোন, খোলা অবস্থায় ১০২ পিস জুয়া খেলার কার্ড ও নগদ ১৯ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়।

দক্ষিণ কেরাণীগঞ্জ থানার বড় গ্রাম এলাকায় রোববার দিবাগত রাত ১১টা ৫০ মিনিটের দিকে আটজন জুয়াড়িকে আটক করা হয়। তারা হলেন, মো. ফারুক (৩৮), মো. ওমর ফারুক (৪০), মো. আবুল কালাম (৩০), মো. মনির (২৭), জাহাঙ্গীর হাসান (৩২), মো. শহিদুল (৩২), মো. ইমরান হোসেন সাগর (২১) এবং মো. শাহ আলম (২৬)। তাদের কাছ থেকে নয়টি মোবাইল ফোন, এক প্যাকেট ও খোলা অবস্থায় ৫৫ পিস জুয়া খেলার কার্ড ও নগদ ১১ হাজার ৩০ টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এএসপি এনায়েত কবীর জানান, আটক হওয়া ব্যক্তিরা পেশাদার জুয়াড়ি। তারা দীর্ঘদিন ধরে একে অন্যের সঙ্গে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন এবং জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছেন।

এ বিষয়ে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানাগুলোতে মামলা করা হয়েছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর