সৌদি আরব পুনরায় দোহাতে দূতাবাস চালু করছে

প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে সৌদি আরব দ্রুতই কাতারের দোহাতে দূতাবাস চালুর পদক্ষেপ নিবে। শনিবার (১৬ জানুয়ারি) সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ও জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন। সেখানে প্রিন্স ফয়সাল বিন ফারহান এ কথা জানান।
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান জানুয়ারির ৫ তারিখে আল উলা চুক্তি স্বাক্ষর করেন। এতে কাতার ও সৌদি আরবের সীমান্ত যোগাযোগের বিষয়টি আসে।
আলোচনায় ফিলিস্তিনের দ্বন্দ্ব নিরসনে সমাধান খোঁজা উচিত বলে জানান প্রিন্স ফয়সাল বিন ফারহান। জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি জানান, সৌদি-জর্ডান সম্পর্ক কৌশলগত ও ঐতিহাসিক। অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় জর্ডান সৌদি আরবের সহযোগিতার প্রশংসা করে।
সৌদি আরবের ওপর হুতি মিলিশিয়াদের হামলাচেষ্টার নিন্দা করেন জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী। এই অঞ্চলে ইরানের হস্তক্ষেপও তিনি প্রত্যাখ্যান করেন। জানান, বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় জর্ডান সৌদি আরবের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী।
আয়মান সাফাদি বলেন, নিরাপত্তা, রাজনীতি ও অর্থনীতি বিষয়ে জিসিসি এর সঙ্গে সম্পর্ক-উন্নয়ন নিয়ে আমরা কাজ করছি।
শান্তি আরবের কৌশলগত পছন্দ বলেও মত দেন তিনি।
সূত্র: আরব নিউজ।