August 4, 2025, 11:12 pm

বিমানবন্দর সড়কে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত

Reporter Name 168 View
Update : Monday, January 18, 2021

রাজধানীর বিমানবন্দরের পদ্মা ওয়েল গেটের সামনে ‘আজমেরী’ পরিহবনের একটি বাসের নিচে চাপা পড়ে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন, আকাশ ইকবাল (৩৩) ও মায়া হাজারিকা (২৫)। বাসা থেকে মোটর সাইকেলে অফিসে যাওয়ার পথে সোমবার (১৮ জানুয়ারি) সকাল ৭টার এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত দম্পতি দক্ষিণখানের মোল্লারটেকে বসবাস করতেন। তাদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউল আলম জানান, আকাশ তার স্ত্রীকে নিয়ে মোটর সাইকেলে করে অফিসে যাওয়ার পথে বিমানবন্দরে আজমেরী পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তারা।

এ ঘটনায় বাসটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর