August 5, 2025, 1:59 pm

করোনায় মৃত্যু আরও ১৫, শনাক্ত ৬১৯ জন

Reporter Name 326 View
Update : Friday, January 22, 2021

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১০ জন ও নারী ৫ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৭ হাজার ৯৮১ জনে। শুক্রবার (২২ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ে ২০০টি পরীক্ষাগারে ১৪ হাজার ৮৪৬টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩৫ লাখ ৩০ হাজার ২৭৪টি। একই সময় নতুন রোগী শনাক্ত হয়েছে ৬১৯ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫ লাখ ৩০ হাজার ৮৯০ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৮৭ জন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৭৫ হাজার ৫৬১ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ৪ দশমিক ১৭ শতাংশ এবং এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৫ দশমিক ৪ শতাংশ। মোট রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৫৮ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫০ শতাংশ।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১৫ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব তিনজন, চল্লিশোর্ধ্ব তিনজন, পঞ্চাশোর্ধ্ব তিনজন এবং ষাটোর্ধ্ব ছয়জন রয়েছে। বিভাগ অনুযায়ী ঢাকা বিভাগের আটজন, চট্টগ্রাম চারজন, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহে একজন করে রয়েছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর