August 22, 2025, 5:00 pm

বাংলাদেশে আসছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name 245 View
Update : Thursday, February 4, 2021

মালদ্বীপের পরাষ্ট্রমন্ত্রী আব্দুল্লা শাহীদ বাংলাদেশ সফর যাচ্ছেন আগামী ৮ ফেব্রুয়ারি।

বুধবার (৩ ফেব্রুয়ারী) মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এই সফরের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

খবরটি নিশ্চিত করেছেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াল অ্যাডমিরাল মো. নাজমুল হাসান।

বৈঠকে গুরুত্ব পাবে দুই দেশের মধ্যে সরাসরি জাহাজ চলাচল, মৎস্য আহরণ, জনশক্তি রফতানি, বাণিজ্য সহযোগিতা ইত্যাদি বিষয়ে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সইয়ের বিষয়। মালদ্বীপ থেকে পলিমাটি আমদানি করতে চায় বাংলাদেশ। এ বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হতে পারে এ সফরে।

জানা গেছে, দু’দেশের মধ্যে বিরাজমান দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন বিষয় ছাড়াও মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি কর্মীদের নানাবিধ বিষয়ে সফরকালে আলোচনা হবে।

এ ছাড়া আগামী মার্চ ২০২১ মাসে মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহ’র ঢাকায় সম্ভাব্য সফরের বিষয়টিও আলোচনায় স্থান পাবে।

উল্লেখ্য, মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরকালীন সময়ে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ঢাকায় অবস্থান করবেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর