July 30, 2025, 4:35 pm

২০২৫ সালে ‘সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ি; আনবে ‘জাগুয়ার’

Reporter Name 157 View
Update : Tuesday, February 16, 2021

২০২৫ সাল নাগাদ যুক্তরাজ্যের অটোমেকার কোম্পানি জ্যাগুয়ার ল্যান্ড রোভার (জেএলআর) এর ‘জ্যাগুয়ার লাক্সারি’ ব্র্যান্ডের গাড়িটি সম্পূর্ণ বৈদ্যুতিকভাবে চলতে পারবে। এর মধ্যে অবশ্য ২০২৪ সালে আগামী পাঁচ বছরের জন্য নির্ধারিত প্রথম ৬টি সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ির প্রথম গাড়ি হিসেবে একই কোম্পানির ‘ল্যান্ড রোভার’ ব্র্যান্ডের গাড়িটি বের হতে চলেছে। এজন্য জেএলআরকে বাৎসরিক গুণতে হবে ৩৫০ কোটি মার্কিন ডলার।

গাড়ি বিদ্যুতায়নে জেএলআর অনেক পিছিয়ে থাকলেও বর্তমানে তারা একটা স্থির লক্ষ্যের দিকে আগাচ্ছে। এখন পর্যন্ত বের হওয়া তাদের একমাত্র সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়িটি হচ্ছে ‘জ্যাগুয়ার আই-পেস এসইউভি’। গাড়িটি জেএলআর এর অনুদান ছাড়াই একজন কনট্র্যাক্টরের বানানো, পরবর্তীতে যার স্বত্বাধিকার নিয়ে ঝামেলায় কোম্পানীকে গতবছর খরচ করতে হয় প্রায় ৪ কোটি ৮৭ লাখ মার্কিন ডলার।

‘জাগুয়ার’ ইতোমধ্যেই একটি সুনামধন্য গাড়ির ব্র্যান্ড। এতে করে তারা তাদের গাড়ির জন্যে অত্যাধুনিক ব্যাটারির পর্যাপ্ত খরচ করার সাহসটা দেখাতে পারছে। এছাড়া তারা তাদের একই ফ্র্যাঞ্চাইজির কোম্পানি, টাটা মোটরসের সাথে প্রযুক্তিগত তথ্য আদান-প্রদানের মাধ্যমে তাদের প্রোডাকশন খরচ আরো কমিয়ে আনার চেষ্টা করছে।

সবকিছু ঠিকঠাক থাকলে ২০৩০ সালের মধ্যে জেএলআর তাদের সবগুলো জ্যাগুয়ার গাড়ি এবং ৬০ শতাংশ ল্যান্ড রোভার গাড়িগুলো সম্পূর্ণ ‘জিরো ইন্টারেস্টে’ বিক্রি করতে পারবে বলে আশা করছে। একই বছর যুক্তরাজ্যে জ্বালানীতে চলা নতুন গাড়িগুলো বিক্রি বন্ধ হওয়ার ঘোষণা দেয়া হয়েছে। ২০৩৯ সাল নাগাদ জেএলআর কোম্পানী সম্পূর্ণ কার্বন বিহীন গাড়ির কোম্পানী হয়ে যাওয়ার ব্যাপারেও আশাবাদী। বিশ্বের বিভিন্ন দেশ জ্বালানীতে চলা গাড়িগুলো বন্ধের ব্যাপারে ভিন্ন ভিন্ন প্রজেক্ট হাতে নিয়েছে।

নরওয়ে ২০২৫, ফ্রান্স ২০৪০ এবং ক্যালিফোর্নিয়া ২০৩৫ সালের মধ্যে জ্বালানিতে চলা সকল গাড়ি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সূত্র: দ্য ভার্জ


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর