August 5, 2025, 8:38 am

বাংলাদেশ-ভারত বিমানবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

Reporter Name 163 View
Update : Wednesday, February 24, 2021

বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে সফররত ভারতীয় বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভদৌরিয়া। বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিমানবাহিনী সদর দফতরে এ সৌজন্য সাক্ষাৎ হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সাক্ষাৎকালে বাংলাদেশ বিমানবাহিনী প্রধান ভারতীয় বিমানবাহিনী প্রধানের সঙ্গে পারস্পরিক কুশল বিনিময় করেন এবং বাংলাদেশ সফরের জন্য তাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়া, তারা বাংলাদেশ ও ভারতের বিমানবাহিনীর মধ্যকার বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

রাকেশ কুমার সিং ভদৌরিয়া বিমান বাহিনী সদর দফতরে এসে পৌঁছালে বিমান বাহিনীর একটি চৌকস কন্টিনজেন্ট তাকে গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। ভারতীয় বিমান বাহিনী প্রধান ২ সদস্যের প্রতিনিধি দলসহ গত ২২ ফেব্রুয়ারি ৫ দিনের সরকারি সফরে বাংলাদেশে আসেন। ভারতীয় বিমানবাহিনী প্রধানের এ সফরের মাধ্যমে উভয় দেশের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারিত হবে এবং দুই রাষ্ট্রের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর