August 5, 2025, 8:06 am

শাহবাগে মদ-বিয়ারসহ কারবারি গ্রেফতার

Reporter Name 139 View
Update : Wednesday, February 24, 2021

রাজধানীর শাহবাগ এলাকা থেকে ১৩২০টি বিয়ার, ৬৪ বোতল বিদেশি ও ১২৫০ বোতল দেশি মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেফতার ব্যক্তির নাম মো. মকবুল হোসেন (৬০)।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি দল রাজধানীর শাহবাগ থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

র‌্যাব-৪ এর সহকারী পরিচালক (অপস) সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার মকবুল অপরাধ স্বীকার করেছেন। তিনি গোপনে ঢাকার বিভিন্ন এলাকায় ডিলার ও খুচরা বিক্রয়কারীদের কাছে মাদকদ্রব্য বিক্রি করতেন বলে জানিয়েছেন। গ্রেফতার মকবুলের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে জানান সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর