August 5, 2025, 6:10 am

ত্রাণ প্রতিমন্ত্রীর সাথে মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

Reporter Name 150 View
Update : Wednesday, February 24, 2021

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানের সাথে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মো. হাশিম সাক্ষাৎ করেছেন। বুধবার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ে তার অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উভয়ে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। মালয়েশিয়া সরকারের অর্থায়নে পরিচালিত কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ‘সৌহার্দ্যপূর্ণ হাসপাতাল’ এর কার্যক্রম গতিশীল করার বিষয়েও তারা আলোকপাত করেন।

এ সময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহ মোহাম্মদ নাসিম এনডিসি, শরণার্থী বিষয়ক সেলের প্রধান (যুগ্ম সচিব) মো. হাসান সারওয়ার এবং মালয়েশিয়া দূতাবাসের ডেপুটি হাইকমিশনার উপস্থিত ছিলেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর