ছাত্রলীগ সভাপতির নেতৃত্বে পরিবহন চাঁদাবাজি, থানায় মামলা

টঙ্গী প্রতিনিধি,
গাজীপুরের টঙ্গীতে ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে পরিবহন চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে।
অভিযুক্ত দ্বীন মোহাম্মদ নিরব গাজীপুর মহানগরের ৫৫নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি।
রবিবার (১১ এপ্রিল) পরিবহন থেকে চাঁদাবাজির অভিযোগে টঙ্গী পূর্ব থানায় একটি মামলা হয়েছে ছাত্রলীগের সভাপতি দ্বীন মোহাম্মদ নিরবের নামে।
ওই মামলায় উজ্জ্বল হোসেন নামে একজনকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতার উজ্জল হোসেন চাঁদাবাজির নেপথ্যে ছাত্রলীগ নেতা দ্বীন মোহাম্মদ নিরবের জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর