July 31, 2025, 7:47 am

করোনায় আক্রান্ত সাকিবের দলের দুই ক্রিকেটার, ম্যাচ স্থগিত

Reporter Name 162 View
Update : Monday, May 3, 2021

এবার করোনার থাবা আইপিএলে। স্থগিত হয়ে গেল সাকিব আল হাসানের দল কেকেআর ও আরসিবির সোমবারের ম্যাচ। কেকেআরের দুই ক্রিকেটার করোনা পজিটিভ চিহ্নিত হওয়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হলো। হাজার সতকর্তা অবলম্বন করা সত্ত্বেও করোনার প্রভাব থেকে বাঁচানো গেল না আইপিএলকে।

সংবাদসংস্থা সূত্রে খবর, করোনায় আক্রান্ত হয়েছেন কেকেআরের দুই ক্রিকেটার বরুণ চক্রবর্তী এবং সন্দীপ ওয়ারিয়র। সোমবার আরসিবির বিরুদ্ধে ম্যাচ ছিল কেকেআরের। কিন্তু দুই ক্রিকেটার করোনায় আক্রান্ত হওয়ায় স্থগিত হয়ে গেল ম্যাচ। এমনকি, প্যাট কামিন্স-সহ আরও বেশ কয়েকজন নাইট ক্রিকেটারও নাকি অসুস্থ। এই পরিস্থিতিতে আইপিএল আয়োজন নিয়েও দেখা দিয়েছে আশঙ্কার কালো মেঘ।

সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা জানান, কেকেআর শিবিরের দুই ক্রিকেটার বরুণ এবং সন্দীপের করোনার রিপোর্ট পজিটিভ এসেছে। এর ফলে আরসিবি শিবিরও যথেষ্ট চিন্তিত।

করোনা পরিস্থিতি দেখে ইতিমধ্যেই দেশে ফিরে গিয়েছেন চার অস্ট্রেলীয় ক্রিকেটার। এক অস্ট্রেলিয়ান আম্পায়ারও ভারত ছেড়েছেন।

চতুর্দশ আইপিএলে এখনও পর্যন্ত সুবিধাজনক জায়গায় আসতে পারেনি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। সাত ম্যাচ খেলে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সাত নম্বরে রয়েছে দল।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর