বুধবার থেকে রাজধানীর মার্কেটগুলোতে অভিযান: মেয়র আতিক

আগামী বুধবার (৫ মে) থেকে রাজধানীর মার্কেটগুলোতে চালানো হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
তিনি বলেন, বুধবার থেকে মার্কেটগুলোতে অভিযান চালাবে সিটি করপোরেশন। স্বাস্থ্যবিধি না মানলে জরিমানা করা হবে।
আজ সকালে রাজধানীর মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতাল পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি। এসময় ডিএনসিসির পক্ষ থেকে হাসপাতালে ২টি এ্যাম্বুলেন্স ও একটি লাশবাহী গাড়ি হস্তান্তর করা হয়।
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর