প্রেমিকের ছুরিকাঘাতে প্রেমিকার মৃত্যু

সিরাজগঞ্জের বেলকুচিতে প্রেমিকের ছুরিকাঘাতে পূজা সরকার (১৫) নামে এক প্রেমিকার মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বেলকুচি উপজেলার শোলাকুড়া গ্রামে এই ঘটনা ঘটে। প্রেমিক সঞ্জয় সরকার অপু (১৮) এর উপর্যুপুরি ছুরিকাঘাতে ঘটনাস্থলেই মারা যায় পূজা সরকার।
নিহত পূজা সরকার (১৫) শোলাকুড়া গ্রামের পবিত্র সরকারের মেয়ে ও নবম শ্রেণির ছাত্রী। প্রেমিক তাত শ্রমিক সঞ্জয় (১৮) সরকার একই এলাকার মৃত মংলা সরকারের ছেলে।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, সঞ্জয় সরকারের সাথে পূজা সরকারের দির্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিলো। হঠাৎ গত কয়েক দিন যাবৎ তাদের দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি চলছিল। এমতাবস্থায় পূজার বাবা অন্যত্র পূজার বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিলে প্রেমিক সঞ্জয় ক্ষিপ্ত হয়ে সোমবার সকাল সারে ৯টার দিকে পূজা বাড়ীর উঠানে কাজ করার সময় পিছন থেকে ধারালো ছুরি দিয়ে সঞ্জয় উপযোপরি আঘাত করতে থাকে। আঘাতের একপর্যায় পূজা মাটিতে লুটিয়ে পড়ে। এসময় ঘটনাস্থলেই পূজার মৃত্যু হয়। এ ঘটনায় সঞ্জয় তার শরীরেও ঐ ছুরি দিয়ে আঘাত করে আহত হয় এবং দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সে এখন সদর হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন আছে।
পূজার মৃতদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ বুঝিয়ে দেয়া হবে। পূজার বাবা পবিত্র সরকার বাদি হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলেও জানান এই কর্মকর্তা।