November 11, 2025, 5:03 pm

করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন রাষ্ট্রপতি

Reporter Name 147 View
Update : Friday, May 7, 2021

করোনা প্রতিরোধী টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বৃহস্পতিবার (৬ মে) দুপুরে ৭৭ বছর বয়সী আবদুল হামিদ টিকা নিয়েছেন বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

তিনি জানান, এ সময় রাষ্ট্রপতির সঙ্গে পরিবারের সদস্য, সংশ্লিষ্ট সচিবগণ ও ব্যক্তিগত চিকিৎসকরা উপস্থিত ছিলেন। টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানমও।

প্রেস সচিব জয়নাল জানান, টিকা নেওয়ার সময় রাষ্ট্রপতি দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

প্রসঙ্গত, গত ১০ মার্চ রাষ্ট্রপ্রধান ও তার স্ত্রী রাশিদা খানম করোনাভাইরাসের প্রথম ডোজ টিকা নেন। অন্যদিকে গত ৪ মার্চ কোভিড-১৯ এর প্রথম ডোজ টিকা নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইতিমধ্যে সরকার ১৩ কোটি মানুষকে বিনামূল্যে করোনার টিকা দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর