September 13, 2025, 8:05 am

নাটোরে ভুট্টা খেত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

Reporter Name 145 View
Update : Friday, May 7, 2021

নাটোরে ওহাব আলী মিয়াজী নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে সদর উপজেলার আগদিঘা কাঁটাখালি গ্রামের একটি ভুট্টাখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ওহাব আলী মিয়াজী একই এলাকার মৃত কেরামত আলী মিয়াজীর ছেলে।

সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মতিন জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ওহাব আলী মিয়াজী তার জমির ফসল দেখতে বাড়ী থেকে বের হন। কিন্তু সে আর বাড়ি ফিরে আসেনা। পরে রাতে পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি শুরু করেন। অনেক খোঁজাখুজির পরও তার সন্ধান পাওয়া যায়না। শুক্রবার বেলা ১১টার দিকে স্থানীয়রা ভুট্টাক্ষেতে ওহাব আলীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, জমি থেকে ফিরে আসার পথে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হতে পারে।

নিহতের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। তারপরেও মৃত্যুর কারণ খতিয়ে দেখতে মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর