August 31, 2025, 2:05 pm

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ‘টেনিস সুন্দরী’

Reporter Name 167 View
Update : Sunday, June 6, 2021

ফিক্সিংয়ের অভিযোগে রাশিয়ান টেনিস সুন্দরী ইয়ানা সিজিকোভারকে গ্রেপ্তার করেছে ফরাসি পুলিশ।ফরাসি ওপেনে পাতানো ম্যাচ খেলার অভিযোগ তাকে এই গ্রপ্তার বলে জানা গেছে।

শুক্রবার (০৪ জুন) সিজিকোভার আইনজীবী ফ্রেডেরিক বেলটের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস (এপি)। তবে পরে তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন বেলট।

এমন অভিযোগ নিয়ে সিজিকোভা নিজেও অবাক হয়েছেন। টেনিস সুন্দরী সব অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন।

বৃহস্পতিবার (০৩ জুন) ডাবলসের প্রথম রাউন্ডে অস্ট্রেলিয়ান জুটি স্টর্ম স্যান্ডার্স ও আজিয়া টমলিয়ানোভিচের কাছে হেরে গেছেন সিজিকোভা। খেলা শেষ হওয়ার কয়েক ঘণ্টা পরই গ্রেপ্তার হন তিনি।

গত বছর ফরাসি ওপেনে ম্যাচ গড়াপেটার অভিযোগ রয়েছে ২৬ বছর বয়সী সিজিকোভার বিরুদ্ধে। প্রথম রাউন্ডের সেই ম্যাচে সিজিকোভা ও আমেরিকার ম্যাডিসন ব্রেঙ্গলে ৬-৭ (৬-৮), ৪-৬ গেমে হেরেছিলেন।

ওই ম্যাচে দ্বিতীয় সেটের পঞ্চম গেমে গড়াপেটা হয়েছিল বলে অনুমান। ২-২ অবস্থায় পঞ্চম গেমে সিজিকোভা সার্ভ করছিলেন। ০-৪০ পয়েন্টে প়ঞ্চম গেম হারেন তিনি। ওই গেমে দুটি ডাবল ফল্ট করেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর