August 5, 2025, 3:31 am

ভবনের ভেতরে এখনও মিথেন গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে: আইজিপি

Reporter Name 166 View
Update : Monday, June 28, 2021

মগবাজারে ভয়াবহ বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। সোমবার (২৮ জুন) বেলা ১১টার দিকে তিনি মগবাজরের ওই ভবন পরিদর্শনে আসেন।

এ সময় আইজিপি সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত এই বিস্ফোরণ নাশকতামূলক কর্মকাণ্ড বলে মনে হচ্ছে না। গ্যাস জমে বিস্ফোরণ হতে পারে। ভবনের ভেতরে এখনও মিথেন গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে।

তিনি আরও বলেন, এখানে বড় ধরনের একটা শক ওয়েভ তৈরি হয়েছিল, একমুখি ধ্বংসযজ্ঞ। নাশকতা হলে চর্তুমুখি বিস্ফোরণ হত। তাই মনে হচ্ছে এটা কোন নাশকতা নয়।

পুলিশ প্রধান জানান, এ ঘটনায় বোম্ব ও এক্সপ্লোশান ইউনিট নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করে বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হবে।

রোববারের ওই ভয়াবহ বিস্ফোরণে নারী ও শিশুসহ ৭ জন মারা গেছে। দগ্ধ হয়ে ১৭ শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

ফায়ার সার্ভিসের সর্বশেষ হালনাগাদ তথ্য থেকে জানা যায়, ঢাকার ৫ হাসপাতালে এই ঘটনায় আহত মোট ৬৬ জন ভর্তি হয়েছেন বলে তথ্য পাওয়া গেছে।এর বাইরে অর্ধশতাধিক আহত ব্যক্তি প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর