October 26, 2025, 12:35 am

কোপার কোয়ার্টারে ব্রাজিল-আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা

Reporter Name 193 View
Update : Tuesday, June 29, 2021

ক্রীড়া ডেস্ক:
এরই মধ্যে শেষ হলো ৪৭তম কোপা আমেরিকার গ্রুপ পর্ব। আর্জেন্টনা-বলিভিয়া এবং উরুগুয়ে প্যারাগুয়ের ম্যাচ দিয়ে শেষ হয়ে গেলো গ্রুপ পর্বের জমজমাট লড়াই। ১০ দলের মধ্যে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে কেবল দুটি দল। বলিভিয়া এবং ভেনেজুয়েলা। গ্রুপ ‘এ’ থেকে বলিভিয়া এবং ‘বি’ থেকে বিদায় ঘটেছে ভেনেজুয়েলার।

বাকি আট দলের মধ্যে শুরু হবে নকআউট পর্ব। শুরুতেই কোয়ার্টার ফাইনাল। গ্রুপ পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ঠিক হয়ে গেছে কোয়ার্টার ফাইনালের লাইনআপও।

গ্রুপ ‘এ’র চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনা কোয়ার্টারে পেলো গ্রুপ ‘বি’- এর চতুর্থ হওয়া দল ইকুয়েডরকে। অন্যদিকে গ্রুপ ‘বি’ এর চ্যাম্পিয়ন হওয়ার কারণে কোয়ার্টারে ব্রাজিল প্রতিপক্ষ হিসেবে পেলো ‘এ’ গ্রুপের চতুর্থ হওয়া দল চিলিকে। বলা যায়, কোয়ার্টারে সবচেয়ে কঠিন প্রতিপক্ষকেই পেলো ব্রাজিল।

দেখে নিন কোয়ার্টারে কে কার মুখোমুখি এবং সূচি

১. পেরু-প্যারাগুয়ে, ২ জুলাই, রাত ৩টা

২. ব্রাজিল-চিলি, ৩ জুলাই, ভোর ৬টা

৩. উরুগুয়ে-কলম্বিয়া, ৪ জুলাই, ভোর ৪টা
৪. আর্জেন্টিনা-ইকুয়েডর, ৪ জুলাই, সকাল ৭টা


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর