November 11, 2025, 1:23 pm

জঙ্গিবাদ পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে: র‌্যাব ডিজি

Reporter Name 133 View
Update : Thursday, July 1, 2021

জঙ্গিবাদ পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, বিশেষ করে গুলশানের হলি আর্টিজানে হামলার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেভাবে জঙ্গিবিরোধী অভিযান পরিচালনা করেছে তাতে আর তারা কখনোই মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।

বৃহস্পতিবার (১ জুলাই) সকালে গুলশানের হলি আর্টিজানে নিহতদের শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ওই হামলায় যারা নিহত হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের গভীরভাবে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন র‌্যাব প্রধান।

র‌্যাব ডিজি বলেন, ‘ঘটনার পরপরই অন্যন্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে র‌্যাবের ঘটনাস্থলে গিয়ে জিম্মিদশা থেকে আটক ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা করে। তদন্ত করে হামলায় জড়িতদের বিভিন্ন সময় গ্রেফতার করা হয়েছে। এই হামলার সূত্র ধরে সারা দেশ থেকে এ পর্যন্ত প্রায় দেড় হাজার জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। এ থেকে প্রতীয়মান হয় যে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রয়েছে।’

তিনি আরও বলেন, ‘তারা যেন আবার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য র‌্যাবের জঙ্গিবিরোধী সেল সার্বক্ষণিক কাজ করছে। পাশাপাশি জঙ্গিরা হামলার পর প্রচারের জন্য যে ওয়েবসাইট ব্যবহার করেছিল তাও আমরা চিহ্নিত করে বন্ধ করেছি।’


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর