August 5, 2025, 1:14 am

বিধিনিষেধের চতুর্থ দিন: রাজধানীতে দুপুর পর্যন্ত গ্রেফতার ৪২৯ জন

Reporter Name 169 View
Update : Sunday, July 4, 2021

করোনা সংক্রমণ রোধে বিধিনিষেধের চতুর্থ দিনে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়ায় রাজধানী ঢাকায় ৪২৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখারুল ইসলাম আজ এ তথ্য জানান।

তিনি বলেন, রোববার সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত ডিএমপির আটটি ক্রাইম ও ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট চালিয়ে সড়ক পরিবহন আইনে বিভিন্ন যানবাহনকে ৩০৯টি মামলা দিয়েছে এবং ৮ লাখ ৬৯ হাজার ৫০০টাকা জরিমানা করেছে।

এডিসি ইফতেখায়রুল আরও জানান, সরকারি নির্দেশনা প্রতিপালনে সকাল থেকে একযোগে রাজধানীর রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান, উত্তরার বিভিন্ন এলাকায় পুলিশের বিভিন্ন চেকপোস্ট, তল্লাশি ও জিজ্ঞাসাবাদ কার্যক্রম পরিচালিত হয়। বিধিনিষেধের তৃতীয় দিনে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়ায় রাজধানী ঢাকায় ৬২১জনকে গ্রেফতার করা হয়েছে।

করোনাভাইরাস-এর বিস্তার রোধকল্পে গত ১ জুলাই সকাল ৬টা থেকে আগামী ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত সার্বিক কার্যাবলী ও চলাচলে বিধি-নিষেধ আরোপ করে মন্ত্রিপরিষদ বিভাগ।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর