বৃহস্পতিবার খুলবে দোকানপাট, চলবে গণপরিবহন
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে সরকারের দেওয়া কঠোর বিধিনিষেধ আটদিনের জন্য শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বৃহস্পতিবার (১৫ই জুলাই) এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।
কোরবানির ঈদে মানুুষের চলাচল ও পশুরহাটে বেচাকেনার বিষয় বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আজ সোমবার (১২ই জুলাই) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ সুত্রে এ তথ্য জানা গেছে।
এ সময় এক আসন ফাঁকা রেখে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলবে। খুলে দেওয়া হবে দোকানপাট, শপিং মল। তবে সরকারি অফিস ভার্চুয়ালি খোলা থাকলেও বন্ধ থাকবে বেসরকারি অফিস।
তবে ঈদের পর আবারও কঠোর বিধিনিষেধের আওতায় যাবে দেশ।
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর








