November 11, 2025, 1:07 am

মানুষকে সচেতন করতে ইমামদের দায়িত্ব অপরিসীম: আইনমন্ত্রী

Reporter Name 145 View
Update : Wednesday, July 14, 2021

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক বলেছেন, করোনা মহামারি থেকে মানুষকে সচেতন ও রক্ষা করতে মসজিদের ইমামদের দায়িত্ব অপরিসীম। বুধবার (১৪ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইমামদের সাথে মতবিনিময় কালে একথা বলেন তিনি। উপজেলা প্রশাসনের উদ্যোগে কসবা টি আলী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ চত্বরে ৫৫৮টি মসজিদের ইমামদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় করেন আইনমন্ত্রী। এ সময় তিনি করোনা মহামারি থেকে দেশবাসীকে রক্ষা করতে মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন। মতবিনিয়ম সভায় কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. রাশেদুল কাওসার ভুইয়া জীবন, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম, পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এমজি হাক্কানীসহ শিক্ষক, জন প্রতিনিধি, সাংবাদিক, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক পরিধান করে এই মতবিমিয় সভাটি অনুষ্ঠিত হয়।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর