পদ্মা সেতুর পিলারে রো রো ফেরির ধাক্কা

পদ্মা সেতুর ১৭নং পিয়ারে (পিলার) ধাক্কা লেগে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের রো রো ফেরি শাহ জালালের ২০ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে মাধারীপুরের বাংলাবাজারঘাট থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে আসার পথে চালক নিয়ন্ত্রণ হাড়িয়ে ফেললে এ দুর্ঘটনার কবলে পরে ফেরিটি।
তবে তাৎক্ষণিকভাবে ফেরি নিয়ন্ত্রণে আসায় বড় সমস্যা না হওয়ায় চালক শেষ পর্যন্তে শিমুলিয়াঘাটে এসে ফেরি নোঙর করতে পেরেছেন।
রো রো ফেরি শাহ পরানের চালক আব্দুর রহিম জানান, ফেরির ইলেকট্রনিক সিস্টেম ফেল করায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় নদীতে তীব্র স্রোতের কারণে ফেরিটি পিয়ারে গিয়ে ধাক্কা লাগে।
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর