ভারতে নতুন করে ৩৯ হাজার ৭৪২ জন করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে নতুন করে একদিনে ৩৯ হাজার ৭৪২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন কোটি ১৩ লাখ ৭১ হাজার ৯০১ জনে। নতুন করে ৫৩৫ জন মারা যাওয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চার লাখ ২০ হাজার ৫৫১ জনে।
দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার এ কথা জানায়।
বর্তমানে করোনায় অসুস্থ লোকের সংখ্যা কমে হয়েছে চার লাখ আট হাজার ২১২ জন, যা মোট সংক্রমণের ১.৩০ শতাংশ। সুস্থতার হার বর্তমানে ৯৭.৩৬ শতাংশ।
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর