December 10, 2025, 9:52 pm

হেলেনা জাহাঙ্গীরের বাসায় র‌্যাবের অভিযান (ভিডিও)

Reporter Name 222 View
Update : Thursday, July 29, 2021

আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটি থেকে সদ্য বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত ৮টার পর তার গুলশানের বাসভবনে অভিযান শুরু করেন র‌্যাব সদস্যরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার বাসভবনে অভিযান চলছিল। র‌্যাবের গোয়েন্দা সূত্রে এ খবর জানা গেছে।

শৃঙ্খলা ভঙ্গ করায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটির সদস্য পদ থেকে হেলেনা জাহাঙ্গীরকে অব্যাহতি দেয়া হয়েছে। ২৫ জুলাই দলটির মহিলা বিষয়ক উপকমিটির সদস্য সচিব মেহের আফরোজ চুমকি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর