August 2, 2025, 8:57 pm

পরীমনির বাসায় মিলল বিপুল মদ

নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন- 209 View
Update : Wednesday, August 4, 2021

ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পরীমনির বাসায় ঢুকেছেন অভিযানরত র‌্যাবের কয়েকজন নারী সদস্য। সেখানে গিয়ে বিপুল পরিমাণ মদ পেয়েছেন তারা। ওই র‌্যাব সদস্যরা বাসায় ঢোকার পর থেকেই পরীমনিকে আটক করার খবর ছড়িয়ে পড়েছে। যদিও এখনই এমন কিছু নিশ্চিত করে বলছেন না বাহিনীর সদস্যরা।

বুধবার (৪ আগস্ট) বিকেলে পরীমনির রাজধানীর বনানীর বাসায় এ অভিযানে যান র‌্যাবের গোয়েন্দা দলের সদস্যরা। সেখানে উপস্থিত আছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেটও।

পরীমনির বাসার মূল ফটকের সামনে নিরাপত্তার দায়িত্বে থাকা র‌্যাব-১ এর কর্মকর্তা মুজিবুর বলেন, র‌্যাব সদরদফতরের একটি গোয়েন্দা টিম মূলত অভিযান পরিচালনা করছে। আমরা সদরদফতরের টিমকে সাপোর্ট দেয়ার জন্যই ঘটনাস্থলে এসেছি। মূলত অভিযানস্থলের নিরাপত্তার দায়িত্ব পালন করছি আমরা।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে তার বাসায় অভিযান চালানা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

পরীমনি দীর্ঘদিন ধরে আলোচনায় আছেন। কিছু দিন আগে ঢাকার সাভারের বোটক্লাবে যৌন নির্যাতনের শিকার হয়েছেন অভিযোগ করে আলোচনায় আসেন তিনি। সে ঘটনায় মামলায় হওয়ায় গ্রেফতার হয়েছিলেন আসামিরা। আবার জামিনও পেয়েছেন। এছাড়া একাধিক ক্লাবে পরীমনির বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগও উঠে।

সম্প্রতি রাজধানী থেকে পিয়াসা ও মৌ নামে দুই মডেল গ্রেফতার হয়েছেন। তাদের বাসায় ও বিপুল মদ ও ইয়াবা পাওয়া গেছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর