October 25, 2025, 10:24 pm

সিদ্ধিরগঞ্জে পতিতাবৃত্তির অভিযোগে নারী-পুরুষসহ ৬ জন গ্রেফতার

Reporter Name 164 View
Update : Friday, August 6, 2021

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পতিতাবৃত্তির অভিযোগে নারী-পুরুষসহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। গত বুধবার (৪ আগস্ট) দুপুরে সিদ্ধিরগঞ্জের নাসিক ১ নং ওয়ার্ডের হীরাঝিল আবাসিক এলাকার সালেহা আক্তার মনির বাসা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- বরিশাল সদর উপজেলার ইউসুফ মিয়ার ছেলে মারুফ (৪০), নরসিংদীর রায়পুরা উপজেলার দরিয়া বালুকান্দি গ্রামের সুজনের স্ত্রী নুপুর (২৮), মুন্সিগঞ্জ জেলার জাজিরা এলাকার জাহাঙ্গীর মোল্লার মেয়ে তৃষ্ণা (২৫), চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার মুন্সিবাড়ি এলাকার সাইফুল ইসলামের মেয়ে কেয়া (২১), গাজীপুরের টঙ্গী উপজেলার শুভর মেয়ে শ্রাবন্তী (২২) ও বরগুনা জেলার বেতাগী উপজেলার মৃত আশরাফ আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৪৮)।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ফয়সাল আলম-২ বাদী হয়ে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়ের করেন।

পরে বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়।

এ বিষয়ে পুলিশের উপ-পরিদর্শক এসআই ফয়সাল আলম-২ জানান, গ্রেফতারকৃত আসামিরা বাসা ভাড়া নিয়ে হীরাঝিল আবাসিক এলাকার ১৩নং গলির ওই বাসায় পতিতাবৃত্তি করতো। দীর্ঘদিন ধরে তারা ওই পতিতালয় পরিচালনা করে আসছিল।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর