August 4, 2025, 9:03 pm

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫০

Reporter Name 155 View
Update : Tuesday, September 7, 2021

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় সোমবার (৬ সেপ্টেম্বর) ভোর ছয়টা থেকে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) ভোর ছয়টা পর্যন্ত অভিযান চালিয়ে ৫০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।
ঢাকা মহানগর পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
ইফতেখায়রুল ইসলাম বলেন, গ্রেপ্তার ৫০ জনের কাছ থেকে ৩৩ হাজার ৫৫৮ পিস ইয়াবা, ৩১৫ গ্রাম হেরোইন, ৩০৮ বোতল ফেনসিডিল ও দুই বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। এর আগে শনিবার (৪ সেপ্টেম্বর) ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৪৮ জনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার (৩ সেপ্টেম্বর) ভোর ৬টা থেক শনিবার (৪ সেপ্টেম্বর) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২৩২ গ্রাম হেরোইন, ৫০ বোতল ফেনসিডিল, তিন কেজি ৮৪৫ গ্রাম গাঁজা ও তিন হাজার ৭৫২ পিস ইয়াবা জব্দ করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা দায়ের করা হয়।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর