November 11, 2025, 1:37 am

জীবন বীমার নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস, এমডির বাণিজ্য

Reporter Name 145 View
Update : Tuesday, September 14, 2021

বাণিজ্য ডেস্ক
জীবন বীমা করপোরেশনে উচ্চমান সহকারীসহ ৫১২ পদে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. জহুরুল হকের বিরুদ্ধে।

এ ঘটনায় সোমবার (১৩ সেপ্টেম্বর) জীবন বীমা করপোরেশন কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সংস্থাটির সমন্বিত কার্যালয় ঢাকা-১ এর সহকারী পরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজীর নেতৃত্বে দুদকের এনফোর্সমেন্ট ইউনিট এ অভিযান চালায়। বিষয়টি নিশ্চিত করেছে দুদকের জনসংযোগ শাখা।

অভিযানকালে দুদক টিম পরীক্ষার প্রশ্ন ও উত্তরপত্রসহ বেশ কিছু রেকর্ডপত্র সংগ্রহ করেছে। এছাড়া অভিযোগের বিষয়ে এমডি ও পরিচালকসহ (প্রশাসন) সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য রেকর্ড করা হয়েছে বলে জানা গেছে।

নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জীবন বীমার ব্যবস্থাপনা পরিচালক মো. জহুরুল হকের বিরুদ্ধে অন্তত ৪০ কোটি টাকা বাণিজ্যের অভিযোগ রয়েছে।

দুদক জানায়, সত্যতা উদঘাটনের জন্য এ সংক্রান্ত আরও তথ্য ও রেকর্ডপত্র সংগ্রহ করা হবে। এরপর এগুলো বিস্তারিত পর্যালোচনা করে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর