August 11, 2025, 5:36 pm

মোদির জন্মদিন; শেখ হাসিনা দিলেন লাল গোলাপ

Reporter Name 129 View
Update : Friday, September 17, 2021

মোদির জন্মদিন; শেখ হাসিনা দিলেন লাল গোলাপ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ৭১টি লাল গোলাপ পাঠিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলা‌দে‌শের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার ভারতের প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে শেখ হাসিনার পক্ষ থেকে নয়া দিল্লির বাংলাদেশ হাইকমিশন মোদির দফতরে গোলাপের তোড়া পাঠায়।

এদিকে, বিবিসির খবরে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭১তম জন্মদিন উপলক্ষে শুক্রবার ভারতজুড়ে দুই কোটির বেশি ডোজ কোভিড টিকা দেওয়া হয়েছে। এর মাধ্যমে একদিনে টিকা দেওয়ার রেকর্ড ভেঙেছে দেশটি। মোদির জন্মদিন উপলক্ষে ‘সেবা ও সমর্পণ অভিযান’ নামে ১৭ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত ২০ দিনব্যাপী একটি কর্মসূচি হাতে নিয়েছে বিজেপি।

১৯৫০ সালে ১৭ সেপ্টেম্বর নরেন্দ্র মোদি ভারতের গুজরাটের ভাডনগর শহরে জন্মগ্রহণ করেন। তিনি ৭ অক্টোবর ২০০১ থেকে ২২ মে ২০১৪ সাল পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। ২৬ মে ২০১৪ সাল থেকে ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন তিনি।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর