August 4, 2025, 9:01 pm

‘দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই মন্দিরে কোরআন রাখা হয়েছিল’

Reporter Name 266 View
Update : Sunday, October 17, 2021

স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই মন্দিরে কোরআন শরিফ রাখা হয়েছিল। রোববার (১৭ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে বিশ্ব হাত ধোয়া দিবসের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, দেশের অগ্রগতি থামিয়ে দেওয়া ও বিদেশের কাছে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই মন্দিরে কোরআন রাখা হয়েছিল। এ ঘটনাকে কেন্দ্র করে দাঙ্গা লাগানোই ছিল উদ্দেশ্য।

তাজুল ইসলাম বলেন, একটা ফ্রেশ কোরআন শরিফ সেখানে নিয়ে যাওয়া হলো। মন্দিরে কোরআন কীভাবে গেল, কে নিয়ে গেল? উদ্দেশ্য একটাই, দাঙ্গা লাগানো। দাঙ্গা লাগাতে পারলে দেশটা পিছিয়ে যাবে, দেশের অগ্রগতি বন্ধ হয়ে যাবে। আর বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। এটাই তাদের উদ্দেশ্য ছিল।

অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দিন আহমদ, বাংলাদেশে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড, ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি ভিরা মেন্ডোনকা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী মো. সাইফুর রহমান উপস্থিত ছিলেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর