August 11, 2025, 10:01 pm

আত্নসর্মপণ করে নাসির-তামিমার জামিন আবেদন

Reporter Name 164 View
Update : Sunday, October 31, 2021

ডিভোর্স জালিয়াতির মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন ক্রিকেটার নাসির হোসেন, তার স্ত্রী তামিমা এবং শাশুড়ি। রবিবার (৩১ অক্টোবর) সকাল সোয়া ১০টায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালতে হাজির হন তারা।

গত ৩০শে সেপ্টেম্বর পিবিআই তিনজনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন জমা দেন। পরে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন মামলার বাদী ও তামিমার সাবেক স্বামী রাকিব হাসানের আইনজীবী। শুনানি শেষে আদালত ক্রিকেটার নাসিরসহ তিনজনকে আজ আদালতে হাজির হতে সমন জারি করেন।

গত ২৪শে ফেব্রুয়ারি আগের বিয়ে গোপন করে অন্যত্র বিয়ের অভিযোগে তাম্মির স্বামী রাকিব হাসান বাদী হয়ে মামলা করেন। মামলায় আগের বিয়ে গোপন থাকা অবস্থায় অন্যত্র বিয়ে, অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়ায় মানহানির অভিযোগ আনা হয়েছে।

অভিযোগ থেকে জানা গেছে, ২০১১ সালের ২৬শে ফেব্রুয়ারি তাম্মি ও রাকিবের বিয়ে হয়। তাদের ৮ বছরের একটি মেয়েও রয়েছে। তাম্মি পেশায় একজন কেবিন ক্রু।

চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি তাম্মি ও ক্রিকেটার নাসির হোসেনের বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা রাকিবের নজরে আসে। পরে পত্র-পত্রিকায় তিনি ঘটনার বিষয়ে জানেন।

মামলায় আরও বলা হয়, তাম্মি ও নাসিরের এমন অনৈতিক ও অবৈধ সম্পর্কের কারণে রাকিব ও তার শিশু কন্যা মানসিক বিপর্যস্ত। আসামিদের এমন কার্যকলাপে রাকিবের চরমভাবে মানহানি হয়েছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর