August 21, 2025, 11:53 pm

৬০ দেশের পর্যটকদের জন্য সীমান্ত উন্মুক্ত করেছে থাইল্যান্ড

Reporter Name 158 View
Update : Tuesday, November 2, 2021

আন্তর্জাতিক পর্যটকদের জন্য ১৮ মাস পর সীমান্ত উন্মুক্ত করেছে থাইল্যান্ড। ৬০টিরও বেশি দেশ থেকে টিকা নেয়া পর্যটকরা কোয়ারেন্টিন ছাড়াই দেশটিতে প্রবেশ করতে পারবেন। সোমবার প্রথম দিনই কয়েক হাজার পর্যটকের আগমন ঘটবে বলে আশাবাদী থাই সরকার। আগামী বছর পর্যটকদের সংখ্যা ১ কোটি ৫০ লাখে উন্নীত হওয়ার পূর্বাভাস দেয়া হয়েছে। পাশাপাশি এ খাত থেকে ৩ হাজার কোটি ডলারেরও বেশি রাজস্ব আয় হবে বলে আশা করছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি। কভিড-১৯ মহামারী থাই অর্থনীতিকে বিপর্যয়ের মধ্যে ঠেলে দিয়েছে। যেখানে প্রতি বছর দেশটি চার কোটি পর্যটক আকর্ষণ করত। গত বছর পর্যটকদের সংখ্যা ৮০ শতাংশেরও বেশি কমে গিয়েছিল।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর