September 12, 2025, 12:52 pm

অবৈধ দখল উচ্ছেদে কোটি টাকার সম্পত্তি উদ্ধার

Reporter Name 149 View
Update : Thursday, November 4, 2021

রংপুরের মিঠাপুকুরে সরকারি জায়গায় থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রায় কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের শালমারা বাজারে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন মিঠাপুকুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা। এ সময় পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শালমারা বাজারে দীর্ঘদিন থেকে সরকারি জায়গা দখল করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল অবৈধ দখলদাররা। এ কারণে স্থানীয় জনসাধারণকে নানা সমস্যার সম্মুখীন হয়েছিল। পরে বৃহস্পতিবার সরকারি জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা মার্কেট ও স্থাপনা ভেঙে দেওয়া হয়। এ অভিযানের মাধ্যমে জনসাধারণের সমস্যার সমাধান হবে বলে স্থানীয়রা জানান।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলেন, সরকারি জায়গায় অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর