August 7, 2025, 4:31 am

জামিন পেলেন না হেলেনা জাহাঙ্গীর

Reporter Name 149 View
Update : Monday, November 8, 2021

আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটি থেকে বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীরের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (৮ নভেম্বর) গুলশান থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুবকর ছিদ্দিকের আদালতে হেলেনা জাহাঙ্গীরের পক্ষে তার আইনজীবী এএইচএম শফিকুল ইসলাম মোল্লা (সোহাগ) জামিন আবেদন করেন।

অন্যদিকে রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধীতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুরের আদেশ দেন।

গেল ২১ সেপ্টেম্বর ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালত গুলশান থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা এবং পল্লবী থানার প্রতারণা মামলায় জামিনের আদেশ দেন।

এর আগে পল্লবী থানার টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে করা মামলায় ১৭ আগস্ট ঢাকার সিএমএম আদালত হেলেনা জাহাঙ্গীরের জামিনের আবেদন মঞ্জুর করেন।

কিন্তু গুলশান থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন না পাওয়ায় কারামুক্ত হতে পারছেন না হেলেনা জাহাঙ্গীর।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর