August 4, 2025, 8:58 pm

২৭তম ট্রাব অ্যাওয়ার্ড পেলেন লায়ন গনি মিয়া বাবুল

Reporter Name 165 View
Update : Saturday, November 20, 2021

উন্নয়ন সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় লায়ন মোঃ গনি মিয়া বাবুল টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ এর ‘২৭তম ট্রাব অ্যাওয়ার্ড-২০২১’ এ ভূষিত হয়েছেন। টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) এর উদ্যোগে ১৯ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি আনুষ্ঠানিকভাবে তাকে এই সম্মাননা পদক প্রদান করেন।
টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) এর সভাপতি সালাম মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি, অ্যাডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন এমপি, ফখরুল ইমাম এমপি ও অধ্যক্ষ রওশন আরা মান্নান এমপি।
উল্লেখ্য যে, লায়ন মোঃ গনি মিয়া বাবুল প্রায় ৩৪ বছর যাবত জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক গণমাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সাংবাদিকতা করে আসছেন। তিনি ১৯৮৭ সালে গাজীপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক গণমুখ (বর্তমানে দৈনিক গণমুখ) পত্রিকায় সাংবাদিকতা শুরু করেন। তিনি দৈনিক খবর, দৈনিক প্রভাত, দৈনিক প্রাইম, দৈনিক মুক্তসংবাদ, দৈনিক জনসংবাদ, বার্তা সংস্থা ফেয়ার নিউজ সার্ভিস-এফএনএস প্রভৃতি গণমাধ্যমে সুনামের সাথে স্বীয় দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। বর্তমানে তিনি দৈনিক ভোরের সময়ের উপদেষ্টা, দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল নিরাপদ নিউজ এর যুগ্ম-সম্পাদক হিসেবে দয়িত্ব পালন করছেন। তিনি একজন কলাম লেখক ও প্রাবন্ধিক হিসেবে ইতোমধ্যে যথেষ্ট পরিচিতি লাভ করেছেন। তিনি সমাজ উন্নয়ন ও গণসচেতনতামূলক প্রায় দুই সহ¯্রাধিক প্রবন্ধ, কলাম ও নিবন্ধন লেখেছেন। দেশের প্রায় সকল সংবাদপত্রে তার কলাম বা প্রবন্ধ প্রকাশিত ও প্রচারিত হচ্ছে। তিনি দীর্ঘদিন যাবত বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের মাধ্যমে ও ব্যক্তিগতভাবে আর্তমানবতার সেবায় নিয়োজিত রয়েছেন। ইতিমধ্যে তিনি মানবসেবায় বিশেষ অবদান রাখায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ‘মেলভিন জোন ফেলো-এমজেএফ’ উপাধিসহ শতাধিক জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন। তিনি তার নিজ জন্মস্থান গাজীপুর জেলার শ্রীপুরে স্কুল, মসজিদ, মাদ্রাসা, শিশু ও গণশিক্ষা কেন্দ্র, পাঠাগার প্রভৃতি জনহিতকর প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় মূখ্য ভূমিকা পালন করে আসছেন। তিনি উক্ত সম্মাননা পদকে ভূষিত হওয়ায় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ তাকে অভিনন্দন জানিয়েছেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর